সূত্র মতে, সোমবার (০৪ ডিসেম্বর) ডিএসইতে বিডি অটোকারসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্যাসিফিক ডেনিমস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন।
অথসংবাদ/কাফি