ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫১ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১১৯ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ। আর খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, মেঘনা পেট, দি ঢাকা ডায়িং এন্ড ম্যানুফ্যাকচারিং, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, মুন্নু এগ্রো, ইয়াকিন পলিমার।
মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ৬০টির, বিপরীতে ৯৪টি কোম্পানির শেয়ারের দর কমেছে।
অর্থসংবাদ/কাফি