কত টাকায় দেখা যাবে মিরপুরের টেস্ট, জানালো বিসিবি

কত টাকায় দেখা যাবে মিরপুরের টেস্ট, জানালো বিসিবি
আগামীকাল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে ইতিহাসগড়া জয় পেয়ে বাংলাদেশ দলের সামনে এখন ইতিহাসের হাতছানি। সিলেটে সাদা পোশাকে কিউইদের ১৫০ রানে হারিয়েছে টাইগাররা। এবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে হার এড়োলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে দর্শক-সমর্থকদের সামনে। আগামীকালের এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি।

হোম অব ক্রিকেটে বসে খেলা দেখতে হলে দর্শকদের সর্বনিম্ন গুণতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

এ ছাড়া ক্লাব হাউসের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটির টিকিট শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে কেনা যাবে। ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

ম্যাচের টিকিটের দাম


(১) গ্রান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা
(২) ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
(৩) ক্লাব হাউজ- ৩০০ টাকা
(৪) নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
(৫) ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে