সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। তাতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৬ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল লেনদেন হয়েছে ৩ লাখ ৭৯ হাজার টাকা। এছাড়া ৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।
আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ১ কোটি ৩০ লাখ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯৬ লাখ, নাহি এ্যালুমিনিয়ামের ৮৮ লাখ, ব্রাক ব্যাংকের ৮৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৭১ লাখ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।