২০২৩-২৪ অর্থবছরের নভেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের। গেল মাসে চট্টগ্রাম কাস্টমস মোট ৫ হাজার ৯০১ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। আগের অর্থবছরের একই মাসের তুলনায় যা বেশি হয়েছে ৪২১ কোটি ৬৮ লাখ টাকা।
তবে নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬ হাজার ৯৩৭ কোটি টাকা, তার চেয়ে প্রকৃত আদায় কম হয়েছে ১ হাজার ৩৫ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ১৪ দশমিক ৯৩ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রাজস্ব আদায় পৌঁছেছে ২৮ হাজার ৩৭ কোটি টাকায়, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ হাজার ৮৭৩ কোটি টাকা। অর্থাৎ, এক্ষেত্রে বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ।
সাম্প্রতিক সময়ের আমদানি এবং ডলারের বিনিময় দর বাড়ার কারণে আমদানি মূল্য বাড়াকে রাজস্ব আদায় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কাস্টমস কর্তৃপক্ষটি।
এ ছাড়া, শুল্ক সমন্বয়ের ফলেও আমদানি মূল্য আরও বাড়ে।