এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ বিষয়ে ট্রাফিক-রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন জানিয়েছেন, অন্যদিনের মতো পুরস্কারপ্রাপ্ত তিন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন ইউবিএল ক্রসিং এলাকায়। এ দিন সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের শিকার বাসে আগুন নিয়ন্ত্রণে সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান সাহসিকতার পরিচয় দেন। তারা দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পায়। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাদের পুরস্কৃত করেছেন।
অর্থসংবাদ/এমআই