আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে তামার দাম। বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীনে ধাতুটির চাহিদা বাড়ায় বাজারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৩৭৮ ডলার। অন্যদিকে সর্বাধিক লেনদেন করা সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬৭ হাজার ৯৫০ ইউয়ান বা ৯ হাজার ৪৯৮ ডলার ৫৮ সেন্টে।
নভেম্বরে চীনের রফতানি ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বেড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির কারখানাগুলো চাহিদার দীর্ঘ মন্দা কাটিয়ে উঠতে মূল্যছাড়ের মাধ্যমে ক্রেতা আকর্ষণ করছে। গত মাসে দেশটির তামা আমদানি আগের মাসের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
এলএমইতে গতকাল তামা ছাড়া অন্যান্য ধাতুর দামও ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৫২ ডলার ৫০ সেন্টে। প্রতি টন নিকেলের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে উঠেছে ১৬ হাজার ৯০০ ডলারে। দস্তার দাম বেড়েছে ১ শতাংশ। প্রতি টন বিক্রি হয়েছে ২ হাজার ৪২৯ ডলার ৫০ সেন্টে। সিসার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি দাম দাঁড়িয়েছে ২ হাজার ২৬ ডলার ৫০ সেন্টে। আর টিনের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য উঠেছে ২৪ হাজার ৬৯৫ ডলারে।
অন্যদিকে এসএইচএফইতেও বেড়েছে প্রায় প্রতিটি ধাতুর দাম। এর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৫ ইউয়ানে। প্রতি টন নিকেলের দাম ৩ শতাংশ বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৩৩০ ইউয়ানে বিক্রি হয়েছে।
দস্তার দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। টনপ্রতি উঠেছে ২০ হাজার ৭১০ ইউয়ানে। প্রতি টন টিনের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ২ লাখ ৭ হাজার ৪৯০ ইউয়ানে লেনদেন হয়েছে। আর সিসার দাম ৪ শতাংশ বেড়ে বিক্রি হয়েছে ১৫ হাজার ৪৩৫ ইউয়ানে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে শুক্রবার দাম বাড়লেও অ্যালুমিনিয়াম ও দস্তা উভয়ের দাম গত ৬ অক্টোবরের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতনের পথে। আর এমএমইতে সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান ঘটতে যাচ্ছে টিনের দরে। ধাতুটির দাম আগের সপ্তাহের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধির পথে, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ।