শাকিব খান অনেক বড় সুপারস্টার

শাকিব খান অনেক বড় সুপারস্টার
দিন কয়েক আগে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য় করেছিলেন জায়েদ খান। নিজেকে শাকিবের থেকে বেশি শিক্ষিত বলে দাবি করেছিলেন জায়েদ। এতে ফুঁসে ওঠেন শাকিব খানের ভক্তরা। ঘটনার জেরে কটাক্ষের মুখে পড়তে হয়েছে জায়েদকে। এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ। 'শাকিবভাই'-কে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেও মন্তব্য করলেন এই তারকা।

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি মেলা উদ্বোধন করতে আসেন জায়েদ খান। সেখানে শাকিবকে নিয়ে করা নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি শাকিব খানকে অসম্মান করতে চাইনি। তিনি অনেক বড় সুপারস্টার। বর্তমানে তাঁর থেকে বড় তারকা এই দেশে নেই। সঞ্চালক আমাকে আমার এবং শাকিব খানের গুণের মধ্যে তফাত জিজ্ঞাসা করেন। তারই উত্তরে আমি নিজেকে অনেক শিক্ষিত বলেছিলাম’।

অভিনেতা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতকোত্তর পাশ করি। শাকিবভাই সেখানে পড়েননি। তিনি আমার থেকে অনেকটাই ভালো অভিনেতা। যা আমার মধ্যে নেই’। কোনওভাবে নিজের মন্তব্যের মধ্য দিয়ে শাকিব খানকে নিশানা করেননি তা স্পষ্ট করেন জায়েদ। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ওপার বাংলায় শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই নির্বাচনে অংশ নেওয়া বিষয়েও কথা বলেন জায়েদ খান।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার