বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা শুরু হয়েছে আজ

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা শুরু হয়েছে আজ
আজ সোমবার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা শুরু হয়েছে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এবারের সভা হবে ভার্চ্যুয়াল উপায়ে। এতে সদস্যদেশগুলোর সরকারি-বেসরকারি প্রতিনিধিরা নিজ নিজ দেশে থেকেই ভার্চ্যুয়াল পদ্ধতিতে নির্ধারিত বিভিন্ন সেমিনারে অংশ নেবেন। এবারের বার্ষিক সভায় করোনায় বিশ্ব অর্থনীতি কোন দিকে যাচ্ছে এবং পুনরুদ্ধারের উপায়ই বা কী, এসব প্রাধান্য পাবে। এ ছাড়া দারিদ্র্য পরিস্থিতি, ডিজিটাল ব্যবস্থা, আর্থিক খাতের চ্যালেঞ্জ—এসব নিয়েও আলোচনা হবে।

এপ্রিল মাসে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভাটিও ভার্চ্যুয়াল পদ্ধতিতে হয়েছিল। তখন আইএমএফ বলেছিল, চলতি বছরে বাংলাদেশের মোট দেশ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২ শতাংশে নেমে আসবে। তবে ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ হতে পারে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল। আগামীকাল মঙ্গলবার বার্ষিক সভা উপলক্ষে আবারও ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করবে আইএমএফ। বাংলাদেশ সম্পর্কে নতুন পূর্বাভাস দেবে আইএমএফ।

বিশ্বব্যাংক-আইএমএফের এবারের বৈঠকে সব মিলিয়ে ৩০টির বেশি ভার্চ্যুয়াল আলোচনা-সেমিনার হবে, যেখানে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি কতটা পুনরুদ্ধার ও টেকসই হবে, তা নিয়ে বেশি আলোচনা হবে। বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

বক্তাদের তালিকায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পাশাপাশি বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও সাত দিনব্যাপী সেমিনারগুলোতে অংশ নেবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি