প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়তে পারে আজ

পুঁজিবাজারে গত কয়েক দিনের নিম্নমুখী ধারার পরিপ্রেক্ষিতে আইসিবিসহ বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে বাজারে আইসিবি আরও বেশি সক্রিয় থাকবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসইসি নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণ করছে। যদিও সূচক হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত কোনো দায়িত্ব বিএসইসির নয়, তবু কোনো সংকটের কারণে যাতে বাজারের গতি ব্যাহত না হয় সে বিষয় বিএসইসি নিয়মিত মনিটর করে থাকে। গত কয়েক দিনের ধীর গতির বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চাইলে তারা বিএসইসিকে জানিয়েছে বাজার নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। স্বাভাবিক নিয়মেই সূচক ও লেনদেন কিছুটা কমেছে। শিগগিরই তা গতি ফিরে পাবে। এ ক্ষেত্রে তারাও (প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী) বাড়তি ভূমিকা নেবে। আর আজ থেকেই আইসিবি ও কয়েকটি ব্যাংক বাজারে তাদের অংশগ্রহণ কিছুটা বাড়াবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন