প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি গণভবনে যান বলে জাপা সূত্র নিশ্চিত করেছে।
সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ, মশিউর রহমান রাঙ্গা। দুপুর ১টায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে ১৯ নভেম্বর রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রায় এক ঘণ্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রওশন এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভব হলে, সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। বলা হয়েছে তফসিলের সময় পেছানোতেও।