ডলারে দীর্ঘমেয়াদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

ডলারে দীর্ঘমেয়াদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
বিদেশি মুদ্রায় পরিচালিত দীর্ঘমেয়াদি তহবিল ‘বাংলাদেশ ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ’ (বিবি এলটিএফএফ) থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পাবে দেশের ৬টি বাণিজ্যিক ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার এ বিষয়ে ৬ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক পিএলসি ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. আবুল বশর এবং নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল রায়সহ বাংলাদেশ ব্যাংকের অন্য কর্মকর্তারা।

জানা যায়, নতুন পুনঃঅর্থায়ন এ কর্মসূচির আওতায় মার্কিন ডলারে দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা প্রদান করা হবে।

আলোচ্য বিষয়ে গত অক্টোবরে ১৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলোচ্য অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ব্যাংক। তখন ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, দি সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি