গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় নিলাম শুরু হয়েছে, শেষ হবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায়। এতে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পনির ৭৫ কোটি টাকার শেয়ার কেনার জন্য দর হাঁকাবেন।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে এই নিলাম শুরু করেছে কোম্পানিটি। ইএসএস বাংলাদেশ ডটকমে নিলাম চলবে ৭২ ঘণ্টা।
পুঁজিবাজার থেকে উত্তোলিত এই টাকায় লুব-রেফ নতুন যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ করবে, ব্যাংক ঋণ পরিশোধ করবে এবং প্রথমিক গণপ্রস্তাবের খরচ করবে।
২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে ১৫৩ কোটি ৩৯ লাখ টাকার পণ্য বিক্রি করে লুব-রেফ ২০ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা করেছে।