সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৪টি কোম্পানির মোট ২৬ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৮ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
সোমবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ই-জেনারেশন ১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার, ব্র্যাক ব্যাংক ১ কোটি ৩২ লাখ ৪৪ হাজার, ইস্টার্ন ব্যাংক ১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১ কোটি ১২ লাখ ৪৬ হাজার, ফাইন ফুডস ১ কোটি ১ লাখ ৪৪ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৯৯ লাখ ১ হাজার এবং আলহাজ টেক্সটাইল মিলস ৮১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।