বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে সমর্থকদের কী বার্তা দিলেন মেসি!

বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে সমর্থকদের কী বার্তা দিলেন মেসি!

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখায় লিওনেল মেসির আর্জেন্টিনা। গতকালই বর্ষপূর্তি উৎসব করেছে আর্জেন্টাইনরা। এ উপলক্ষ্যে ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।


বিশ্বকাপ জয়ের রাতের একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে তিনটি বাক্যে নিজের অনুভূতির কথা বুঝিয়ে দিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে করা সেই পোস্ট সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে।


মেসি নিজের পোস্টে লিখেছেন, ‘আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।’


কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবি রয়েছে। এ ছাড়া সাজঘরে বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং পুরো দলের সঙ্গে উল্লাসের ছবি রয়েছে। একটি ভিডিওয় আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসও রয়েছে।


২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের জমজমাট ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় ফ্রান্সের। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে ভর করে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।


১৯৮৬ সালে শেষবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এর ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ উপহার দেন মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করেন তিনি। সে সঙ্গে আর্জেন্টিনায় আলাদা সমীহও তৈরি করে ফেলেন। ম্যারাডোনার সঙ্গে প্রতিনিয়ত তার যে তুলনা চলত, সেখানও পড়ে গেলো যতি চিহ্ন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের