৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইসিবি। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত ইপিএস হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ৪৪ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৪ টাকা ৫৪ পয়সা।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন আইসিবির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরেও একই হারে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৭৬৭ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা।