বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে ৬৫০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬০ কোটি ৮৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৫ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।