সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৪টি কোম্পানির সর্বমোট ৩৯ কোটি ০৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২০ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।
বুধবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ১ লাখ ৬০ হাজার, রবি আজিআটার ১ কোটি ১ লাখ ৭ হাজার এবং ই- জেনারেশনের ৯৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।