জেটিসহ বেজ ডিপো নির্মাণ করছে রেড ক্রিসেন্ট

জেটিসহ বেজ ডিপো নির্মাণ করছে রেড ক্রিসেন্ট

দেশে প্রথমবারের মতো জেটিসহ বেজ ডিপো নির্মাণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।


বুধবার (২০ ডিসেম্বর) পতেঙ্গায় ‘চট্টগ্রাম বেজ ডিপোর ওয়্যারহাউজ-২’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও জেটি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালামের সভাপতিত্বে। রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য এম মঞ্জুরুল ইসলাম। মোহাম্মদ আতিকুল হক শামীম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বিডিআরসিএস মহাসচিব কাজী শফিকুল আজম, আইএফআরসির এইচওডি মিস এলিনা, সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রামের পরিচালক জয়নাল আবেদীন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, বারাকা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরীসহ জেলা ও সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যরা।


এসময় রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, চট্টগ্রাম বেজ ডিপোর নতুন সংস্করণের মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিপো সম্পর্কিত কার্যাবলি আরও প্রসারিত হবে।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এমএ সালাম বলেন, জেটিসহ বেজ ডিপো বাংলাদেশ রেড ক্রিসেন্টের ইতিহাসে প্রথম। জেটি সুবিধাসম্পন্ন ডিপো হওয়ার কারণে নদীপথের রেড ক্রিসেন্টের পণ্য আনা-নেওয়া আরও সহজ হবে। বিশেষ করে ভাসানচরসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে রেডক্রিসেন্ট দ্রুততম সময়ে ত্রাণসহ নানা সামগ্রী পৌঁছাতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা