8194460 প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি - OrthosSongbad Archive

প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি

প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি

মুক্তির প্রথমদিনেই বাজিমাত করলো প্রভাসের ‘সালার’। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে সিনেমাটি। বড়দিনের ছুটিতে বিশাল বড় উদ্বোধনী আয়ের নজির গড়ল সালার। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি।


বছরের শুরুটা করেছিলেন শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে বক্স অফিসের চাকা চালু করেছিলেন। এরপর ‘জওয়ান’ দিয়ে কাঁপিয়েছেন বক্স অফিস। তবে শেষটা হয়তো প্রভাসের হাতেই লেখা ছিল। রীতিমতো বক্স অফিস দুমড়ে-মুচড়ে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র প্রভাসের ‘সালার : পার্ট ১- সিজফায়ার’মুক্তির প্রথম দিন আয় করল ১৭৫ কোটি রুপির মতো। যার মধ্যে ভারতে ৯৫ কোটি আর বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো।


মুক্তির প্রথমদিন ভারতে ৯৫ কোটি আয় করেছে সালার। এদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে সালার। সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস জানিয়েছে, সালার বিশ্বব্যাপী ১৭৫ কোটি রুপি (প্রাথমিক অনুমান) আয় করেছে।


বছরজুড়ে শাহরুখ-রণবীর কাপুররা বক্স অফিসের লাগাম ধরে রাখলেও বছর শেষে ‘বক্স অফিস বাহুবলি’ প্রভাস সেই লাগাম নিজের হাতে নিয়ে নিলেন। এ বছর প্রভাসের মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়লেও সালার দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এই অভিনেতা। দুর্দান্ত অ্যাকশন প্যাকড হলেও দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সালার। দ্বিতীয় দিনের অগ্রিম বুকিংও বেশ ভাল। প্রথম সপ্তাহান্তেই ৪০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করবে সালার, তা বলার অপেক্ষা রাখে না।


এদিকে মুক্তির প্রথমদিন ভারতে শাহরুখ খানের ডানকির আয় ছিল ৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী ৫৮ কোটি আয় করেছে ডানকি। তার বিপরীতে সালার ভারতেই আয় তুলে নিয়েছে ৯৫ কোটি, যা এই বছর শাহরুখ খানের রেকর্ড গড়া জওয়ানের আয়কেও ছাড়িয়ে গেছে। জওয়ান মুক্তির প্রথমদিন ৭৫ কোটি আয় করেছিল। রণবীরের ‘অ্যানিমেল’ প্রথমদিন আয় করেছে ৬৩ কোটি ও পাঠান তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।


প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা