ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রভিশন রাখার সময় আগামী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইসিবি অনাদায়ি ক্ষতির বিপরীতে প্রভিশন রাখতে সময় পাবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর ফলে রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠানটির বিনিয়োগ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
বুধবার (১৪অক্টোবর) বিএসইসির ৭৪৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।