সিপিডিকে ৯২ হাজার কোটি টাকার সন্ধান দিতে বললেন কাদের

সিপিডিকে ৯২ হাজার কোটি টাকার সন্ধান দিতে বললেন কাদের

দেশ থেকে গত ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- সিপিডির এমন পর্যালোচনা প্রসঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সিপিডির কাছে এ অর্থের সন্ধান চেয়েছেন। সন্ধান দিতে পারলে তিনি জবাব দেবেন।


সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কাদের বলেন, ‘এই ৯২ হাজার টাকা কোথায় গেল সেটা জানতে চাই। এই টাকাগুলো কোথায় আছে সেটা আগে বলেন। সে সন্ধান দিলে আমরা জবাব দেব।’


২০০৮ থেকে ২০২৩—এই ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ছোট-বড় ২৪টি অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য-উপাত্তের ভিত্তিতে গত শনিবার ব্যাংক খাতের এ অনিয়মের তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।


প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে ওবায়দুল কাদের বলেন, এই টাকার বিষয়ে আমাদের জানা নেই।


নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ও ভিসানীতি প্রয়োগ করার বিষয়ে আমেরিকা অনেক আগেই ঘোষণা দিয়েছে। আমেরিকার দুটি প্রধান রাজনৈতিক দলকে যারা প্রতিনিধিত্ব করেন তাদের পাঁচজন এখন বাংলাদেশে আছেন। কারা নির্বাচনে বিঘ্ন ঘটাচ্ছে তা দেখার জন্য আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস