২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর

২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর

অবশেষে শুরু হচ্ছে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনিনির্ভর ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং।


বুধবার (২৭ ডিসেম্বর) এফডিসিতে সংবাদ সম্মেলনে এ সিনেমার প্রযোজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, আগামী ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং।


তিনি বলেন, এ সিনেমার বাজেট ২১ কোটি টাকা। প্রথম লটে শুটিং শুরু হবে ২৯ ডিসেম্বর, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম লটে এতে অভিনয় করবেন নিরব, ইমন, জয় চৌধুরী, ডন, অমিত হাসান, মিশা সওদাগরসহ আরও অনেক তারকা। প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন রাজীব কুমার।


নির্মাতা রাজীব বলেন, সিনেমাটি নির্মাণ করতে চাই। সব কথা তো স্বপন চৌধুরী দাদা বলছেন। সবার সহযোগিতা চাই।


দেলোয়ার জাহান ঝন্টু বলেন, সিনেমাটা নির্মাণের জন্য আমি রাজীব বাবুকে দায়িত্ব দিলাম। আমি সঙ্গে আছি।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোর কাহিনি নিয়ে নির্মাণ হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। নৌ সেক্টর কর্তৃক পরিচালিত সফল গেরিলা অভিযানের কাহিনি নিয়ে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মাণ হবে এ সিনেমা।


সিনেমাটির প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। এতে মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে