অল্পতেই সব শিখে যায় পদ্ম

অল্পতেই সব শিখে যায় পদ্ম

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সকল ব্যস্ততা এখন একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ পদ্মকে ঘিরে। অভিনয়ের বাইরে যতটুকু সময় পান, ছেলের জন্যই রেখে দেন তিনি।


প্রায় সময়েই ফেসবুকে পদ্মর সঙ্গে বিভিন্ন খুনসুটির ছবি, ভিডিও প্রকাশ করেন নায়িকা। ভক্তরাও সেসব লুফে নেন ভালোবাসার চাদরে।


তারই ধারাবাহিকতায় সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। যেখানে পদ্মকে দেখা যায়, বুম হাতে মায়ের মুখের সামনে তুলে ধরছেন তিনি। যেভাবে সাংবাদিকদের নায়িকাদের সাক্ষাৎকার নিতে দেখা যায়।


ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন, এত সহজে সে সব বুঝে যায়, এত অল্পতেই সে সব শিখে যায় ! আমি শুধু অবাক হয়ে থাকি। আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। মাশাআল্লাহ!


মা-ছেলের সেই খুনসুটির মুহূর্তে মুগ্ধ হয়েছেন ভক্তরা। নায়িকার প্রতি ভালোবাসা জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তারা। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, কার ছেলে দেখতে হবে না? যে মা এত যত্ন নেয়, এত সুন্দর শিক্ষা তোমার। অনেক অনেক আদর পূণ্য।


প্রসঙ্গত, পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘মা’ ছবিতে। এতে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প তুলে ধরা হয়েছে। ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটি।


অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার