বিকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজ সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।
দেশে ফিরে আগামী রোববার থেকেই তিনি নিয়মিত দাফতরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
এর আগে গত ২ অক্টোবর অর্থমন্ত্রী চোখের ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান।
এরও আগে অর্থমন্ত্রী চোখের চিকিৎসার জন্য গত জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতায় তখন যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি তিনি।