নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন

নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচল এবং দ্বীপের হোটেল মোটেল বন্ধ থাকবে।

শনিবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তিতে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহিন ইমরান এ তথ্য জানান।

কক্সবাজার জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, নির্বাচনের আগের দিন, ভোট গ্রহণের দিন ও ভোটের পরদিন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ সময় দ্বীপটিতে কোনো বহিরাগত লোকজন থাকতে পারবেন না। নির্বাচনকালীন বহিরাগত ব্যক্তিদের চলাচল যেহেতু বন্ধ থাকবে, সে জন্য ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সব দ্বীপটির সব হোটেল-মোটেল ও গেস্টহাউস বন্ধ থাকবে।

৫ জানুয়ারি (শুক্রবার) একটি জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করা সব পর্যটককে টেকনাফে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের অধীন। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০৪টি ভোটকেন্দ্রে তিন লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার রয়েছেন।

আর টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নে একটি ভোটকেন্দ্র রয়েছে। যেখানে ভোটার তিন হাজার ৬৭৪ জন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা