8194460 বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল - OrthosSongbad Archive

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল

ডলার সংকটের কারণে বেসরকারি ব্র্যাকের পর এবার বিদেশি কার্ড দিয়ে নগদ বৈদেশিক মুদ্রা উত্তোলন বন্ধের সিদ্ধাস্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।


আজ রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক‌টির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দি‌য়ে গ্রাহক‌দের এ তথ্য জা‌নানো হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে এ নির্দেশনা কার্যকর করবে ব্যাংকটি।


এতে বলা হয়, প্রিয় গ্রাহক, ১ জানুয়ারি ২০২৪ থেকে ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যেকো‌নো বৈধ কেনাকাটা কর‌তে পার‌বেন গ্রাহক।


বিদেশে নগদ অর্থ তোলা বন্ধের বিষয় জানতে চাইলে ইবিএল হেড অব কম্যুনিকেশন্স অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম গণমাধ্যমকে বলেন, দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে তাই খরচ কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেনাকাটার সুযোগ রয়েছে। কেউ চাইলে তার ভ্রমণ কোটা অনুযায়ী কেনাকাটা করতে পারবেন।


এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে বিদেশে নগদ অর্থ তোলা বন্ধ করে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্র্যাক ব্যাংক সবসময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করছে। এছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়। তবে ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটা কর‌তে পারবে। এর আগে ডিজিটাল লেনদেন উৎসাহিত কর‌তে ব্যাংক‌টি দেশের বেত‌রে ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ ক‌রেছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি