ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,সোমবার (০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৬২ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৪২ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসইএস’ সূচক কমেছে ২ দশমিক ৮৯ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬১ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৮০ কোম্পানির। বাকি ৮৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।