তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড় হিম বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে পড়ছে এ জনপদ।


মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের প্রথম দিন গতকাল সোমবার দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও দ্বিতীয় দিনে তা এক ডিগ্রি কমে যায়।


তবে মঙ্গলবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল ১০টা বাজলেও দেখা নেই সূর্যের। অব্যাহত ঠাণ্ডা ও হিম বাতাসের কারণে দিনের বেলাও গরম কাপড় পরিধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোয় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন। গত দুদিন ধরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে।


তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, সোমবার (১ জানুয়ারি) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও তা আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) কমে ১০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে এ দিন সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯ ডিগ্রি রেকর্ড হয়েছে।


তিনি আরও বলেন, সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কম ঠাণ্ডার তীব্রতা তত বেশি।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা