যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ আলম বলেছেন, ভোট সাংবিধানিক অধিকার। নির্বাচনে কাউকে ভোট দিতে বাধা দিলে তা দমন করবে র‍্যাব। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সদস্যরা মাঠে থাকবে।


মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনা র‍্যাব-৬ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


র‍্যাব মহাপরিচালক বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে র‍্যাব। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব।


নির্বাচনে র‍্যাবের জন্য চ্যালেঞ্জ আছে জানিয়ে এম খুরশীদ আলম বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য র‍্যাব প্রস্তুত আছে।


এর আগে খুলনা র‍্যাব-৬ এর সদর দপ্তরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহাবুব আলম, কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) লে. কর্নেল ফিরোজ কবীর প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা