ভুয়া নিয়োগপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

ভুয়া নিয়োগপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে ভুয়া একটি নিয়োগপত্রও সংযুক্ত করা হয়। তাতে দেখা গেছে, ভুয়া নিয়োগপত্রে মোসা. মরিয়ম নামে একজনকে মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১৬তম গ্রেডে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।


ভুয়া ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সমন্বয়) মো. গোলাম জাকারিয়ার স্বাক্ষর নকল করা হয়েছে।


এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সমন্বয়) গোলাম জাকারিয়া বলেন, আমরা এমন একটি ভুয়া নিয়োগপত্র পেয়েছি। আমরা আমাদের ওয়েবসাইটে এ নিয়ে একটি সতর্কবার্তা দিয়ে দিতে বলেছি। ভুয়া এই নিয়োগে অনেক অসংগতিও রয়েছে৷ যাকে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে, তার বোন আমাকে কল দিয়েছিলেন। আমরা ক্রস চেক করে তাকে বলেছি এটা ভুয়া নিয়োগপত্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি