সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি কোম্পানিটি পরিশোধিত মূলধনের ৬০ লাখ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন তোলার সম্মতি পেয়েছিল। কোম্পানিটি বিদ্যমান ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা থেকে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা মূলধন বাড়াবে।