এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
গত বছরের ২৫ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করা হবে। এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাদের জানানো হবে। ব্যক্তিগতভাবে না বলে সবাইকে একসঙ্গে ব্রিফিং করা হবে। কারণ, তারা বিভিন্ন সময় একে একে এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাচ্ছেন। সবার জন্য এতো সময় দেয়াও সমস্যা হয়ে যাচ্ছে। যে কারণে তাদের একসঙ্গে ডেকে ব্রিফিং করা হবে।
এদিকে যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারা দেশে ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
এমআই