গত সোমবার (১ জানুয়ারি) কোম্পানিটির নতুন অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সালেহ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান।
এমডিবিএএমসি’র নতুন সিইও হিসেবে যোগদান করা সালেহ আহমেদ ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে প্রাইম ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং ও বিনিয়োগ বিভাগে মার্চেন্ট ব্যাংকিং পেশায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন। তিনি আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও হিসেবেও কাজ করেছেন।
সালেহ আহমেদ দেশে এবং বিদেশে মার্চেন্ট ব্যাংকিংয়ের ওপর নানান প্রশিক্ষণ, প্রোগ্রাম, সেমিনার এবং সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
এমআই