ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে রূপালী ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ।
সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৮৬ শতাংশ। আর শেয়ারদর ৮ দশমিক ৬২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স।
এছাড়া, সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮ দশমিক ০২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭ দশমিক ৮৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২২ শতাংশ, আইএফএল ইসলামী মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ১৪ শতাংশ এবং কে এন্ড কিউ’র ৫ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এমআই