আইসিএবি-ডিআরসির নতুন চেয়ারম্যান রামদাস হাওলাদার

আইসিএবি-ডিআরসির নতুন চেয়ারম্যান রামদাস হাওলাদার

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) ৪৪তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য রামদাস হাওলাদার আইসিএবি-ডিআরসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঈন উদ্দিন রিয়াদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সভায় ২০২২-২৩ সালের জন্য ডিআরসির আর্থিক বিবরণী অনুমোদন ও গৃহীত হয়।


সম্প্রতি ইনস্টিটিউটের আইসিএবি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


রামদাস হাওলাদার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো সদস্য। তিনি ২০১২ সেশনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিকম (সম্মান), এমকম এবং হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে আর্টিকেলশিপ সম্পন্ন করেন। তিনি ডিলয়েট (সৌদি আরব) সিনিয়র অডিট স্টাফ এবং আইসিডিডিআর,বিতে সিনিয়র কস্ট ও পরিকল্পনা অফিসার হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি শেভরন বাংলাদেশে সুপারভাইজার, জেনারেল লেজার, আন্তঃকোম্পানি, রাজস্ব এবং অ্যাকাউন্টিং নীতি হিসেবে কর্মরত আছেন।


অন্যদিকে মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ আইসিএবির একজন ফেলো সদস্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এমকম সম্পন্ন করেন। সিআইএমএ (ইউকে) হিসেবেও যোগ্যতা অর্জন করেছেন তিনি। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন। রিয়াদ বর্তমানে মোবাইল অপারেটর রবির ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারি ও ইনভেস্টর রিলেশনস হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি রেনকন মোটরস লিমিটেডে (মার্সিডিজ-বেঞ্জ) কাজ করেছেন। উভয় কোম্পানিতে তার ১৯ বছরের কর্মজীবনে তিনি ট্রেজারি এবং করপোরেট অর্থায়ন, বিনিয়োগকারী সম্পর্ক, আইপিও, ট্যাক্সেশন, ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজেট নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং অডিটসহ বিভিন্ন পোর্টফোলিও পরিচালনা করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর