চার ঘন্টায় ভোট পড়েছে সাড়ে ১৮ শতাংশ: ইসি সচিব

চার ঘন্টায় ভোট পড়েছে সাড়ে ১৮ শতাংশ: ইসি সচিব
দ্বাদশ সংসদ নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর প্রথম চার ঘন্টায় ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ চার ঘণ্টায় দেশে ভোট পড়ার হার ১৮ দশমিক ৫০ শতাংশ। বিভাগভিত্তিক হিসাবে মোট ভোটের ঢাকায় ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, খুলনায় ২১ ভাগ, বরিশালে ২২ ভাগ, সিলেটে ১৮ ভাগ এবং ময়মনসিংহে ২০ ভাগ ভোট পড়েছে।

তবে রংপুরের ব্যাপারে তিনি কোন তথ্য জানাননি।

ইসি সচিব বলেন, এ পর্যন্ত তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ এর মধ্যে নরসিংদীতে একটি এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি৷ পাঁচটি কেন্দ্র স্থগিত করা হয়েছিল, পরে সচল করা হয়েছে।

তবে, যেসব কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে তা আজকে আর সচল করার সুযোগ নেই বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের আওয়ামী সমর্থকের হত্যার ব্যাপারে তিনি বলেন, এটার সাথে ভোটের কোন সম্পর্ক নেই। তিনি ভোটকেন্দ্রের বাহিরে ছুরিকাঘাত হয়ে মারা গেছেন। এমনকি, ওই এলাকার দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর মারফত জানা গেছে, তিনি ভিন্ন একটি ঘটনায় নিহত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা