হিলিতে কমেছে আলুর দাম

হিলিতে কমেছে আলুর দাম

দিনাজপুরের হিলিতে বেড়েছে আলু সরবরাহ। কেজিতে ৮-১০ টাকা আলুর দাম কমেছে। ভারত থেকে আলু আমদানি বন্ধ ও দেশীয় পুরনো আলুর সরবরাহ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল পণ্যটির বাজার। দেশীয় আলু পুরোদমে বাজারে উঠলে সামনে দাম আরো কমতে পারে বলে মনে করছেন বিক্রেতারা।


হিলি বাজার ঘুরে দেখা যায়, সব দোকানেই আলুর সরবরাহ বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমতির দিকে। চারদিন আগে বাজারে প্রতি কেজি দেশীয় নতুন লাল ও সাদা বর্ণের আলু ৪৮-৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪০ টাকায় নেমেছে।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম জানান, আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিতভাবেই জেলার বিভিন্ন স্থানে মনিটরিং করা হচ্ছে। কেউ যেন অহেতুক কৃত্রিম সংকট তৈরি করে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে সে ব্যাপারে আমরা কাজ করছি। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ অন্য যে বিধান রয়েছে সেগুলো প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান