মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এ পর্যন্ত ‘ক’ ইউনিট বা, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি এবং আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৮০টি। এই অনুষদে প্রতি লড়বেন ৬৯ জন শিক্ষার্থী।
‘খ’ ইউনিট বা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২২৫টি। যেখানে আসন প্রতি লড়বেন ৪১ জন শিক্ষার্থী।
‘গ’ ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০ জন এবং আসন প্রতি লড়বেন ৩৯ জন শিক্ষার্থী।
‘ চ’ ইউনিট বা, চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ৭ হাজার ৩৭টি এবং আসন প্রতি লড়বেন ৫৪ জন শিক্ষার্থী।
আইবিএতে ২ হাজার ৮২৯টি আবেদন জমা পড়েছে। এই ইউনিটে আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি।
এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)৷
অর্থসংবাদ/এমআই