ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে সাড়ে তিন কোটি টাকা

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে সাড়ে তিন কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকার। গত বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ৩ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে ডিএসইতে মোট ১০ হাজার ২০৬ কোটি ৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৭৩ টাকা।


গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭ হাজার ২২১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ১৬ কোটি ০৩ লাখ ২৯ হাজার ২৮১ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে সরকার রাজস্ব কমেছে ৩ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা।


আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।


ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে চলতি বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৪২ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৮৫ টাকা।


অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৩১ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৮ কোটি ৮৬ লাখ ৬৯৬ টাকা।


সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৭৩ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন