কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই আমাদের চ্যালেঞ্জ: খালিদ মাহমুদ

কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই আমাদের চ্যালেঞ্জ: খালিদ মাহমুদ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই এবার আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জেও বিজয়ী হবো।


রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই জয়ী হয়েছি। আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে ইশতেহার দিয়েছি— ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করি, যখন আমাদের নেতা দেশরত্ন শেখ হাসিনা, তখন আমরা এ চ্যালেঞ্জেও বিজয়ী হবো।


তিনি বলেন, গত ১৫ বছরে আমরা বিভিন্ন কাজ শুরু করেছি এবং চলমান আছে। আমাদের মূল টার্গেট ছিল অভ্যন্তরীণ নৌপথ ১০ হাজার কিলোমিটার তৈরি করা, সেটি সাত হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। প্রধানমন্ত্রী সেটার পারমিশন দিয়েছেন। কাজ চলমান আছে। আমাদের পায়রা বন্দরের ফাস্ট টার্মিনাল চলছে, জাহাজ আসা শুরু করেছে।


নৌ-প্রতিমন্ত্রী বলেন, আমাদের অগ্রগতি অনেক আছে। এ চলমান কাজগুলো এগিয়ে নেওয়া আমাদের দরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা