বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভাইসন্টি ভিভেনকিও টি. বানডিলো। তিনি ঢাকায় সাড়ে ছয় বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তাকে বদলি করে মন্ত্রণালয়ে নিয়ে গেছে ফিলিপাইন সরকার। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ঐচ্ছিক ও টেকসই প্রত্যাবাসনে ফিলিপাইনের সহযোগিতা চান। সেই সঙ্গে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া অর্থ উদ্ধারেও সহযোগিতা চান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন উদ্ধারে সহযোগিতা করার জন্য ফিলিপাইন সরকারের প্রতি ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাকি অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত ফিলিপিনো সরকার এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময়ে অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ফিলিপাইন সরকার অর্থ পাচার রোধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।