ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৭ জানুয়ারি) ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিকন ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৭২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিবরা ইনফিউশন।
বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই, জিকিউ বলপেন, এডিএন টেলিকম, বিচ হ্যাচারি, আফতাব অটো, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড।
অর্থসংবাদ/এমআই