ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কমিটিতে প্রতিনিধি দিলো ডিএসসিসি

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কমিটিতে প্রতিনিধি দিলো ডিএসসিসি

পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধা প্রদানে রিসেটেলমেন্ট প্ল্যান বাস্তবায়নের জন্য সম্পদ মূল্য সুপারিশ কমিটিতে প্রতিনিধি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।


শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে ডিএসসিসির পক্ষ থেকে প্রতিনিধি মনোনয়ন করে একটি অফিস আদেশ জারি করেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।


সচিব আকরামুজ্জামান জানান, এই কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডিএসসিসির সিনিয়র সহকারী সচিব একরামুল ছিদ্দিককে মনোনয়ন করা হয়েছে। এ বিষয়ে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরিচালককে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।


জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধা প্রদান করার লক্ষ্যে রিসেটেলমেন্ট প্ল্যান-ফেস ১ বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করা হচ্ছে। কমিটি এসব সম্পদ মূল্য নির্ধারণ এবং তা বাস্তবায়নে কাজ করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা