সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, রাজধানীর গুলশানে একটি বাণিজ্যিক ভবনে ৭ হাজার ২৯১ বর্গফুটের স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে ইজিএমে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এর জন্য সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩ জানুয়ারি।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪২ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের বছরে যা ছিল ৫২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ১৩ পয়সা।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
অর্থসংবাদ/এমআই