বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কর্মকাণ্ড বেড়েছে। সেই সঙ্গে দেশটির মুদ্রা ডলার দুর্বল হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।


এতে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপাত্ত প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। সেগুলোর ওপর নির্ভর করেই কখন সুদের হার কমাবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) তা জানা যাবে। আপাতত সেদিকে তীক্ষ নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজারের চাকচিক্য কমেছে।


এই প্রেক্ষাপটে বুধবার (২৪ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০১৬ ডলার ০৪ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলারে।


টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বলেন, প্রত্যাশা করা হচ্ছে, শিগগিরই সুদের হার কমানো শুরু করতে পারে ফেড। তবু স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম নিম্নগামী হয়েছে।


বিশ্ববিখ্যাত পুঁজিবাজার কোম্পানি এসঅ্যান্ডপি গ্লোবালের এক জরিপে দেখা গেছে, চলতি জানুয়ারিতে মার্কিন মুলুকে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে আগামী মার্চে সুদের হার কমাতে পারে ফেড। তবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। সঙ্গত কারণে দাম কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর