8194460 ডিএসইর চিঠির জবাব দেয়নি খান ব্রাদার্স - OrthosSongbad Archive

ডিএসইর চিঠির জবাব দেয়নি খান ব্রাদার্স

ডিএসইর চিঠির জবাব দেয়নি খান ব্রাদার্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে ২৪ জানুয়ারি কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর প্রায় ১০০ শতাংশ বেড়েছে। গত মাসের ২৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০৪ টাকা ৬০ পয়সা। গতকাল বুধবার কোম্পানির শেয়ারদর বেড়ে দাড়ায় ২০৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১০৩ টাকা ৭০ পয়সা বা ৯৯ দশমিক ১৩ শতাংশ। আর ২০২৩ সালের ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো মাত্র ১১ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৪ গুণের বেশি বেড়েছে।


লোকসানে থাকালেও খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজারে টপটের গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে কোম্পানিটি। এদিন শেয়ারটির দর ১০ টাকা বা ৮ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১৮ টাকা ৩০ পয়সায়।


সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাববছরের প্রথমার্ধে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০১ পয়সা, আগের হিসাববছরেও লোকসান ছিল ০১ পয়সা।


লোকসানে থাকায় গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এসময় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিলো ৬ পয়সা। এর আগের বছর (২০২২) কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নামমাত্র নগদ ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন