ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা বিডি ফাইন্যান্সেরও শেয়ারদর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। আর শেয়ারদর ৩৯ দশমিক ৩৩ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর এমএল ডাইংয়ের ৩৮ দশমিক ৭১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩৮ দশমিক ৪০ শতাংশ, আইপিডিসির ৩৮ দশমিক ০২ শতাংশ, রিং শাইনের ৩৭ দশমিক ৭৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৫ দশমিক ৪৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩৪ দশমিক ৩০ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩৪ দশমিক ১৭ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই