শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের নাগরপুর যমুনার ভাঙনে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর, নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকাসমূহের যমুনা নদীর ভাঙন থেকে রক্ষাকল্পে বাম তীর বরাবর ছয় কিলোমিটার দৈর্ঘ্যে জিওব্যাগ দ্বারা নদী তীর প্রতিরক্ষামূলক কাজ শুরু হলো।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্দিচ্ছায় নদী পাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের উপরের জিওব্যাগ ফেলা হবে।
নদী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধানসহ আ.লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
অর্থসংবাদ/এমআই