বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল অনুষ্ঠিতব্য ইজিএমটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ইজিএমের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পর্ষদ সভায় ২৯ জানুয়ারি আলোচিত ইজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল। হাইকোর্টের এক নির্দেশনা অনুসারে, কোম্পানিটিকে ইজিএমের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার আলোকে ওই ইজিএম আহ্বান করা হয়েছিল।